পাকিস্তানি পণ্যে ২০০ শতাংশ শুল্ক বাড়াল ভারত

রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | ১২:৫০ অপরাহ্ণ | 595 বার

পাকিস্তানি পণ্যে ২০০ শতাংশ শুল্ক বাড়াল ভারত

কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বাড়িয়েছে ভারত। দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি এক টুইট বার্তায় এ তথ্য জানান। টুইট বার্তায় অর্থমন্ত্রী বলেন, পুলওয়ামার ঘটনার পর পাকিস্তানের এমএফএন তকমা প্রত্যাহার করে নিয়েছিল ভারত। এ বার সে দেশ থেকে আমদানিকৃত জিনিসের উপর আবগারি শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হল।

এর আগে জঙ্গি হামলার একদিন পরেই পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভারড নেশন (এমএফএন) এর তকমাও ইতিমধ্যে ফিরিয়ে নিয়েছে ভারত। এবার এক ধাপে পাকিস্তানি পণ্যের ওপর শুল্ক বাড়াল। যদিও ভারত এবং পাকিস্তানের মধ্যে বছরে প্রায় দুই বিলিয়ন ডলারের ব্যবসা হয়। তবে এর মধ্যে ভারতের রপ্তানীর পরিমাণই বেশি।

এদিকে এমএফএম তকমা তুলে নেওয়ায় অর্থনৈতিকভাবে পাকিস্তানকে অনেকটা দুর্বল হয়ে যাবে। কারণ এই তকমা তুলে নেওয়া মানে দু’দেশের মধ্যে যে বার্ষিক বাণিজ্য কমে গিয়ে ২০০ কোটি ডলারে দাঁড়াবে বলে দাবি করেছে মোদি সরকার। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে জঙ্গিদের হামলায় ৪৯ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

Development by: visionbd24.com