পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত, আহত ৩

সোমবার, ১৮ মার্চ ২০১৯ | ৩:৫১ অপরাহ্ণ | 470 বার

পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত, আহত ৩

পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত তিন সেনা। সোমবার স্থানীয় সময় ভোরে ভারতের কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা। এতে, ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন সেনা সদস্য। জবাবে ভারতীয় সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায় বলে দাবি করা হয়। এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।

Development by: visionbd24.com