পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জ্বালানিবাহী ট্যাংকারের সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১৬ জন। কর্তৃপক্ষ জানায়, সোমবার লাসবেলার হাব তেহসিল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে অপরদিক থেকে আসা জ্বালানিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মুহূর্তেই দুটি গাড়িতে আগুন ধরে যায়।
এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান ২৬ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কোরে স্থানীয় হাসপাতালে পাঠায় উদ্ধারকারীরা। তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বাসটি ৪০ জনের বেশি যাত্রী নিয়ে করাচি থেকে পঞ্জগুর যাচ্ছিল বলে জানা গেছে। খবর দ্য ডনের।
Development by: visionbd24.com