দেশের বাজারে ভারতীয় সিনেমা মুক্তির বিষয়ে শুরু থেকেই বিপক্ষে অবস্থান নিয়েছেন খল অভিনেতা ডিপজল। দেশে বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’ মুক্তির কথা ওঠার পরই এতে সম্মতি দেয় চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠন। তারা ভারতীয় সিনেমা আমদানির বিষয়ে একমত পোষণ করে। কিন্তু সেসময়ও তাদের বিপরীতে ছিলেন দাপুটে এই খল অভিনেতা।
অবশেষে আগামী শুক্রবার দেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। শুরুতে ৩৮টি প্রেক্ষাগৃহে আসছে এটি। তবে এখনো ডিপজল এর বিপক্ষে, তার পুরোনো কথাতেই অটল আছেন। তার কথায়, এটি দেশের মানুষ দেখবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, হিন্দি সিনেমায় অনেক অশালীন দৃশ্য থাকে যা দেশের সংস্কৃতির পরিপন্থি। আর তার বিশ্বাস, দেশের মানুষ এমন সিনেমা দেখা থেকে দূরে থাকবে।
ডিপজলের ভাষায়, ‘দেশে “পাঠান” মুক্তি পেলেও, আমাদের দেশের দর্শক তাতে সাড়া দেবে না। হিন্দি সিনেমায় অনেক অশালীন দৃশ্য থাকে যা আমাদের সংস্কৃতির পরিপন্থি। আর সিনেমার মূল ব্যবসা মূলত, মফস্বল শহরের হলগুলোতে। পরিবার নিয়ে সেখানেই দর্শক বেশি যায়। তারা হিন্দি বোঝে না এবং পরিবার নিয়ে এমন অশালীন দৃশ্য দেখার পক্ষেও না। সিনেপ্লেক্সগুলো দিয়ে কিন্তু একটি সিনেমার বিচার করা সম্ভব না। আর যারা “পাঠান” দেখার তারা ইতিমধ্যেই দেখে ফেলেছে। এখন হলে গিয়ে দেখার মতো কিছুই নেই।’
দেশীয় সিনেমার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীতে দেশেই নতুন নতুন অনেক ছবি আসছে। এর মধ্যে আমার-ই রেডি আছে ৬-৭টি ছবি। ছবিগুলো একের পর এক মুক্তি দেওয়া হবে। প্রতিটি ছবি পরিবার নিয়ে দেখার মতো। আশা করি, বাংলা ছবি দিয়েই দর্শক হলমুখী বেশি হবে।’
Development by: visionbd24.com