পানির সংকট পৃথিবীর সবখানেই, আমরা ব্যবস্থা নিচ্ছি

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯ | ৫:৩০ অপরাহ্ণ | 262 বার

পানির সংকট পৃথিবীর সবখানেই, আমরা ব্যবস্থা নিচ্ছি

বনানীর আগুন নেভাতে পানির সংকটের বিষয়টি জানা গেছে। পৃথিবীর সবখানেই পানির সংকট রয়েছে। তবে এ সংকট মেটাতে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা এ ব্যাপারে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ঘটনাস্থলে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, যেকোন দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে বড় বিষয় সচেতনতা। সচেতনতা বাড়াতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। আমরা এ বিষয়ে বিভিন্ন জায়গায় মহড়া চালাচ্ছি। জনগণকে সচেতন করতে আমরা মাইকিংসহ নানা প্রচার চালাচ্ছি।

মন্ত্রী বলেন, অগ্নিকাণ্ড মোকাবিলায় ইতোমধ্যে ফায়ার সার্ভিসকে ২০ কোটি টাকার যন্ত্রপাতি কিনে আমরা সরবরাহ করেছি।

বেলা ১২টা ৫৫ মিনিটে বনানীর ১৭ নম্বর রোডের ২২ তলাবিশিষ্ট এফ আর টাওয়ারে আগুন লাগে। এ আগুনে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।

সবশেষ খবর অনুযায়ী, এফ আর টাওয়ারের আগুনের তীব্রতা একটু কমেছে। তবে পুরো টাওয়ার এখনও ধোঁয়াচ্ছন্ন। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরা কাজ করছেন। পাশের ভবনেও ছড়িয়ে পড়েছে আগুন।

Development by: visionbd24.com