পাবনা সদর উপজেলায় হাফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে সদর উপজেলার শ্রীপুর বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, শনিবার রাতে রঘুরামপুর বাজার এলাকায় অবস্থান করার সময় একদল যুবক হাফিজুরের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, একটি জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে হাফিজুর রহমানের সঙ্গে কতিপয় ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তবে এ ঘটনার জেরে হাফিজুর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
Development by: visionbd24.com