পাবনার সদর উপজেলায় বাইপাস মোড়ে একটি ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। কাঠের গুঁড়িভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে নুরপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ওসি ওবাইদুল হক জানান, নুরপুর বাইপাস এলাকায় কাঠের গুঁড়িভর্তি পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত শ্রমিককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঠের গুঁড়িভর্তি ট্রাকটি কাঁচপাড়া থেকে বাস টার্মিনাল এলাকায় যাচ্ছিল বলে জানা গেছে। নিহতদের মৃতদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এনপিবি/এস
Development by: visionbd24.com