‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’ এক সময়ের জনপ্রিয় গান। এ রকম একটি পুরনো গানে আবারো ঠোঁট মেলালেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে এ গানটি ব্যবহার হচ্ছে।
সম্প্রতি গানটির দৃশ্যায়ন হয়েছে নরসিংদীর মাধবদী হেরিটেজ রিসোর্টে। এর কোরিওগ্রাফি করেছেন হাবিব। এ গানের শিল্পী ছিলেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। গানটি লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। মতিন রহমান পরিচালিত ‘বিয়ের ফুল’ সিনেমায় এই গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন শাকিল খান ও শাবনূর।
Development by: visionbd24.com