ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলাকে ভয়াবহ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল দপ্তরে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প বলেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে চমৎকার হতো।
গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরে ওই হামলার বিষয়ে একাধিক রিপোর্ট পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট। সঠিক সময়ে এ ব্যাপারে মন্তব্য করবেন বলে জানান তিনি। এদিকে, ভারতের পাশে থাকার পাশাপাশি জড়িতদের শাস্তি দিতে পাকিস্তানের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।
আগামীকাল-বৃহস্পতিবার ওই আত্মঘাতী হামলায় ভারতের বেসামরিক বাহিনীর ৪০ জন নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। এরপর থেকে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
Development by: visionbd24.com