পোড়ামন টু’কে ছাড়িয়ে গেল দহন

শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮ | ১২:৪১ অপরাহ্ণ | 693 বার

পোড়ামন টু’কে ছাড়িয়ে গেল দহন

দেশব্যাপী ৪৭ টি প্রেক্ষাগৃহে চলছে সিয়াম আহমেদ ও পূজা চেরি জুটির দ্বিতীয় ছবি দহন। এর আগে তাদের ‘পোড়ামন ২’ মুক্তি পেয়েছিল ২২ টি হলে। এ হিসাবে পোড়ামন ২’কে ছাড়িয়ে গেল দহন।

নির্মাতা রায়হান রাফি জানান, মজার ব্যাপার হচ্ছে, হলসংখ্যার দিক দিয়ে সিয়াম-পূজার উন্নতি হয়েছে। তাদের ‘পোড়ামন ২’ প্রথম সপ্তাহে মাত্র ২২টি সিনেমা হলে মুক্তি পেলেও ‘দহন’ মুক্তি পেয়েছে ৪৭টি প্রেক্ষাগৃহে। ফলে এবার তাদের সূচনাটা হয়েছে দারুণ।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দহন’। এতে সিয়াম ও পূজা ছাড়া আরো অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু ও শিমুল খান প্রমুখ। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের রাজনীতির অন্ধকার দিক নিয়ে।
এনপিবি/এস

Development by: visionbd24.com