প্যারিসে ভবনে আগুন : সাতজনের প্রাণহানি

মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯ | ১১:০০ পূর্বাহ্ণ | 437 বার

প্যারিসে ভবনে আগুন : সাতজনের প্রাণহানি

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে আগুন লাগার ঘটনায় কমপক্ষে সাতজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় তিন দমকল কর্মীসহ আহত হয়েছেন কমপক্ষে আরো ২৮ জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার রাতে প্যারিসের অভিজাত এলাকা ষোড়শ আহদিসমোর নয়তলা একটি ভবনে আগুন ধরে যায়। ভবনটির আট ও নয়তলায় আগুন লেগেছে বলে দমকল সূত্রে জানা গেছে। তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই শুরু হয় আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা। ইতিমধ্যে বহু লোকজনকে ভবন থেকে বের করে আনা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালেও প্রায় ২০০ দমকলকর্মী ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছেন বলে জানা গেছে। সূত্র: রয়টার্স

Development by: visionbd24.com