বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মওদুদ আহমদ বলেছেন, তাকে ভোটারদের কাছে যেতে দিচ্ছে না, তার প্রচার-প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। নেতাকর্মীদের প্রতিদিন গ্রেপ্তার করছে পুলিশ। রোববার কবিরহাট উপজেলার ভূঞার হাট-বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মওদুদ বলেন, আমরা ভোটারদের কাছে যেতে পারছি না। এর মূল কারণ হলো আমাদের উপজেলা বিএনপি প্রেসিডেন্ট-সেক্রেটারি, পৌর প্রেসিডেন্ট-সেক্রেটারি, যুবদল প্রেসিডেন্ট-সেক্রেটারি, ছাত্রদল প্রেসিডেন্ট-সেক্রেটারি, স্বেচ্ছাসেবকদল প্রেসিডেন্ট-সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে। ‘‘কাকে নিয়ে নির্বাচন করবো। তাদের বিরুদ্ধে নতুন মামলা দিয়েছে। নতুন মামলা দেয়া মানেই কিন্তু তারা আর নির্বাচনী প্রচারণায় থাকতে পারছে না।’’
Development by: visionbd24.com