প্রধানমন্ত্রীর চা-চক্র বিবেকহীন আনন্দ ছাড়া কিছুই নয় : রিজভী

রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১১:০০ পূর্বাহ্ণ | 446 বার

প্রধানমন্ত্রীর চা-চক্র বিবেকহীন আনন্দ ছাড়া কিছুই নয় : রিজভী

তামাশার নির্বাচনের পর প্রধানমন্ত্রীর চা-চক্র বিবেকহীন আনন্দ ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী। রোরবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনিএ কথা বলেন তিনি।

জনগণের সঙ্গে ‘প্রতারণাকারী’ সরকারের জয়ল্লোসের চা-চক্রে দেশের গণতন্ত্রমণা, গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত কোনও রাজনৈতিক দলই অংশগ্রহণ করেনি এটাই জনগণের বিজয় বলেন রিজভী। তিনি আরো বলেন, যারা জনগণের ভোট লুট করেছে তাদের সঙ্গে গণতন্ত্রপ্রেমী কোনও ব্যক্তি, দল, গোষ্ঠী কেউই সেই লুটের আনন্দের পাপে অংশগ্রহণ করেনি।

রিজভী দাবি করেন, বাংলাদেশ এখন গণতন্ত্রশূন্য— গণতন্ত্রহীনতায় বাংলাদেশের জনগণ এখন রাষ্ট্র-দাসত্ব করছে। বিএনপির এ অভিযোগ করেন, একদলীয় শাসন নিরাপদ করতেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। কোনো কারণ ছাড়া হাজার হাজার ‘মিথ্যা’ মামলায় বিএনপির লাখ লাখ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Development by: visionbd24.com