প্রধানমন্ত্রীর নির্দেশেই কমান্ডো অভিযান

সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | ৫:০৯ অপরাহ্ণ | 348 বার

প্রধানমন্ত্রীর নির্দেশেই কমান্ডো অভিযান

চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় আকটে পড়া যাত্রীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছে অন্য একটি বিমান বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। একইসঙ্গে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমান্ডো অভিযান চালানো হয়। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ প্রেস ব্রিফিং তিনি একথা জানান। তিনি জানান ছিনতাই চেষ্টাকারীর কাছে থাকা অস্ত্রের বিষয়ে তদন্ত করে জানানো হবে বিমান পতিমন্ত্রী

এর আগে রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিমানের চট্টগ্রাম থেকে দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট তা শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করান। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনী। আর রানওয়েতে অবস্থান করা প্লেনটি ঘিরে রাখে পুলিশ, র‌্যাব ও সেনা কমান্ডোর সদস্যরা। পরে কমান্ডো অভিযানে নিহত হয়েছে ছিনতাইচেষ্টাকারী। ঘটনাটি তদন্তে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Development by: visionbd24.com