প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত আর থাকছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এরশাদের সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হওয়ায় বিশেষ দূত নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ অবসানের তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবারের (১০ জানুয়ারি) স্বাক্ষর করা আদেশটি প্রকাশিত হয় শুক্রবার। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের নিয়োগের অবসান করেছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে বিএনপির বর্জনের নির্বাচনে মহাজোট জয়ের পর সরকার গঠনের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব দেওয়া হয়েছিল। জাতীয় পার্টি বিগত সরকারে বিরোধী দল হিসেবে সংসদে ছিল। যদিও তাদের তিনজন সদস্য ছিলেন মন্ত্রিসভার সদস্য।
Development by: visionbd24.com