প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী তোশিমিতুসু মোত্তে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে দু’দেশের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন জাপানি মন্ত্রী।
একই সাথে তথ্যপ্রযুক্তি খাতসহ ভিশন ২০২১ বাস্তবায়নে জাপান বাংলাদেশের পাশে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানিয়েছেন জাপানের অর্থনৈতিক সংস্কার বিষয়ক মন্ত্রী তোসিমিৎসু মোটেগী।
এরপর বাংলাদেশ নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত প্রফেসর চোপলাল ভুসাল প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় দায়িত্বপালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।
Development by: visionbd24.com