প্রধানমন্ত্রীর আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে সেদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণসহ শ্রমবাজারে আরো সুবিধা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দেশটির সঙ্গে সরকার এলএনজি গ্যাস টার্মিনাল ও বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত করার কথা রয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া জার্মানের মিউনিখ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের আহ্বান জানাবেন। বুধবার রাজধানীতে প্রধানমন্ত্রীর জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পরাষ্টমন্ত্রী।
আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ৫৫তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্স যোগ দিতে বৃহস্পতিবার রাতে জার্মান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় মেয়াদ সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে বুধবার সকালে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পরাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এই সম্মেলনে বিশ্ব নিরাপত্তার পাশাপাশি খাদ্য, পানি, স্বাস্থ্য, পরিবেশ, উদ্বাস্তু ও অভিভাসন, বৈশ্বিক সন্ত্রাস ও জঙ্গিবাদসহ নানা বিষয় গুরুত্ব পাবে। প্রধামন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুটি আবারো বিশ্ব দরবারে তুলে ধরবেন এ সম্মেলনে।
Development by: visionbd24.com