প্রশসিংত হলো নতুন মিউজিক ভিডিও ‘যাবে না ছেড়ে’

সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:৩২ পূর্বাহ্ণ | 747 বার

প্রশসিংত হলো নতুন মিউজিক ভিডিও ‘যাবে না ছেড়ে’

ঢাকার বাংলামটরে একটি রেস্টুরেন্টে রোববার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাঁকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘যাবে না ছেড়ে’ গানের প্রকাশনা উৎসব। গানটি গেয়েছেন ক্লোজআপ তারকা অপু আমান ও প্রিয়াংকা বিশ্বাস। ‘ভালোবেসে যাবো এক শর্তে/যাবে না ছেড়ে তুমি যাবে না দূরে’- এমন কথার গানটি লেখা, সুর ও সঙ্গীত করেন অপু নিজেই।

প্রকাশনা উৎসবে অডিও ট্র্যাকের পাশাপাশি মিউজিক ভিডিওটিও দারুণ প্রশসিংত হয়েছে উপস্থিতিমহলে। এর ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মাহিন আওলাদ। ভিডিওতে মডেল হয়েছেন হিমি ও অবাক। গায়কী অংশে রয়েছেন অপু ও প্রিয়াংকা বিশ্বাস।

নির্মাতা মাহিন আওলাদ বলেন, অনেক শ্রম দিয়ে কাজটি করেছি। কারণ গানটি ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের। আর মডেল হিমি ও অবাক’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়, তাদের শ্রমের জন্য। অনেক ভালোলাগা নিয়ে আন্তরিকতার সঙ্গে তারা কাজটি করেছেন। আশা করি গানটি দর্শক-শ্রোতাদের মনে ভালোলাগা তৈরি করবে।

Development by: visionbd24.com