জয়পুরহাটে প্রশ্নফাঁস চক্রের চার সদস্যকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায়, অনলাইনে ভুয়া একাউন্ট খুলে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষার্থীদের কাছ থেকে একটি চক্র টাকা হাতিয়ে নিচ্ছে, এমন তথ্য পেয়ে
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের বৈরাগী মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ধ্রুব দাস, আরমান অভি, অর্ণব খন্দকার ও দ্বীপ দাস নামে চারজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, বিচারক মো. শাহরিয়ার হক প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।
Development by: visionbd24.com