‘প্রশ্ন ফাঁস ঠেকাতে সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ’

রবিবার, ২০ জানুয়ারি ২০১৯ | ৬:০৩ অপরাহ্ণ | 539 বার

‘প্রশ্ন ফাঁস ঠেকাতে সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ’

এসএসসি পরীক্ষার জন্য আগামী ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বত্র গোয়েন্দা নজরদারি চলছে বলেও জানিয়েছেন তিনি। এসএসসি পরীক্ষার আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ মন্তব্য করেন মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘এসএসসি পরীক্ষা ‍উপলক্ষে আগামী ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্নপত্র ফাঁস কঠোর হস্তে দমন করা হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।’ জঙ্গি দমনের মত করেই প্রশ্নপত্র ফাঁস রোধ করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবারের এসএসসি পরীক্ষায় মোট ২৫,৭৩,৮৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

Development by: visionbd24.com