মানুষের জন্য বিপজ্জনক- এমন ‘প্র্যাঙ্ক’ ভিডিও’র ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউটিউব।
বুধবার (১৬ জানুয়ারি) গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং সাইটটি থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে তথাকথিত ‘চ্যালেঞ্জ’ নিয়ে ভিডিও বানাতে গিয়ে অনেকেই প্রাণ হারাচ্ছে কিংবা আহত হচ্ছে। আর এ কারণেই প্র্যাঙ্ক ভিডিও আপলোড বন্ধে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়াও এধরনের কোনো ভিডিও’র স্থান ইউটিউবে নেই বলেও জানানো হয়। তবে, এটা বাস্তবায়ন করা অনেকটা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Development by: visionbd24.com