ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় বিবদমান দুই গ্রুপকে নিয়ে একসঙ্গে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তাবলিগ জামাতের দুই গ্রুপের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। আগামীকাল (বৃহস্পতিবার) ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারিখ চূড়ান্ত হবে বলেও জানান তিনি।
এদিকে ভবিষ্যতে সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমা যেটা হয়ে থাকে সেটাই হবে। দুই পক্ষই একসঙ্গে ইজতেমাটা করবে। আগামীকাল কীভাবে হবে, কীভাবে সুসম্পন্ন হবে সে বিষয়ে আগামীকাল সকাল সাড়ে ১০টায় ধর্ম প্রতিমন্ত্রীর অফিসে আরেকটি সভা হবে। সেখানে কবে, কখন ইজতেমা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে।’
Development by: visionbd24.com