ফের চালু হলো থ্রিজি–ফোরজি

মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯ | ১১:৫২ পূর্বাহ্ণ | 641 বার

ফের চালু হলো থ্রিজি–ফোরজি

ফের থ্রিজি ও ফোরজি সেবা চালু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ২১ মিনিট থেকে মোবাইল ইন্টারনেট সেবা সচল করে দেয় মোবাইল অপারেটরগুলো। এদিন সকালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল অপারেটরগুলোকে থ্রিজি ফোরজি চালুর নির্দেশ দেয়ার পর তারা এ সুবিধা চালু করে বলে জানা গেছে।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ২৭ ঘণ্টা বন্ধ রেখে মোবাইল ইন্টারনেট সেবা চালু করার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও তা বন্ধ করার নির্দেশ দিয়েছিল বিটিআরসি। রোববার ভোট শেষ হওয়ার দুই ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টায় বিটিআরসির নির্দেশনা পেয়ে মোবাইল ফোন অপারেটররা সব ধরনের মোবাইল ইন্টারনেট চালু করে।

Development by: visionbd24.com