ফেয়ার অ্যান্ড লাভলীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পরীমনি

মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮ | ৮:৪৩ অপরাহ্ণ | 1902 বার

জনপ্রিয় ব্র্যান্ড ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র সঙ্গে প্রথমবারের মতো চুক্তিবদ্ধ হয়েছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আজ মঙ্গলবাব ফেয়ার অ্যান্ড লাভলীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে পরীমনি ‘ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড’র সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেন।

ইউনিলিভারের অফিসে অনুষ্ঠিত হওয়া এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরীমনি এবং ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী আগামী দুই বছর স্বনামধন্য এই নায়িকা কাজ করবে স্কিন কেয়ার ব্র্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলীর হয়ে।

পরীমনি বর্তমানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সফল অভিনেত্রী। সৌন্দর্যের পাশাপাশি তার অনন্য অভিনয়ের কারণে দেশজুড়ে রয়েছে অসংখ্য ভক্ত। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে পরীমনিকে পেয়ে আশাবাদী ফেয়ার অ্যান্ড লাভলী। পরীমনি ও ফেয়ার অ্যান্ড লাভলী আগামীতে দেশের নারীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এনপিবি/এস

Development by: visionbd24.com