অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও সাহিত্যিক নঈম নিজামের দু’টি বই। নির্বাচিত কলামের সংকলন হিসেবে প্রকাশিত একটি বইয়ের নাম ‘এমপি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র’, আরেকটি উপন্যাস ‘অন্ধকার জগতের কাহিনি’।
‘এমপি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র’ বইটির প্রকাশক অন্যপ্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এতে স্থান পেয়েছে ২৪টি কলাম। কলামগুলোতে লেখক দেশের বিদ্যমান সমস্যা ও সংকট উত্তরণের উপায়সহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছেন। সমকালীন রাজনীতির নানা দিকের পর্যবেক্ষণের পাশাপাশি উঠে এসেছে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতাও। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় অন্যপ্রকাশের ২০ নম্বর প্যাভিলিয়নে। দাম রাখা হচ্ছে ৩০০ টাকা।
আর নঈম নিজামের দ্বিতীয় উপন্যাস ‘অন্ধকার জগতের কাহিনি’ প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। প্রেমের এ উপন্যাসে বর্তমান সময়ের সামাজিক সমস্যা, আন্তঃসম্পর্কের টানাপোড়েন ফুটে উঠেছে। উপন্যাসটি পাওয়া যাচ্ছে বইমেলায় অন্বেষা প্রকাশনের ১৮ নম্বর প্যাভিলিয়নে। আর এটির দাম রাখা হচ্ছে ১৬০ টাকা।
Development by: visionbd24.com