বঙ্গবন্ধুর সমাধিতে সপরিষদ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বুধবার, ০৯ জানুয়ারি ২০১৯ | ২:১৯ অপরাহ্ণ | 580 বার

বঙ্গবন্ধুর সমাধিতে সপরিষদ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

টানা তৃতীয়বারসহ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে ও নতুন মন্ত্রিসভা গঠনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সপরিষদ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুর ১টা ৩৭ মিনিটে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে দুপুর সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে উপস্থিত হয়ে বোন শেখ রেহানাকে সাথে নিয়ে সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত ও দেশের সাফল্য কামনায় ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজানে অংশ নেন তিনি।

Development by: visionbd24.com