বঙ্গোপসাগরে পণ্যবোঝাই দুই লাইটার জাহাজডুবি

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯ | ৫:০৪ অপরাহ্ণ | 662 বার

বঙ্গোপসাগরে পণ্যবোঝাই দুই লাইটার জাহাজডুবি

বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল ও নোয়াখালীর ভাসানচর এলাকায় দু’টি পণ্যবোঝাই লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি)খাজাবাবা ফরিদপুরী এবং এন ইসলাম জাহাজ দুইটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়।

জানা যায়, বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল অতিক্রম করার সময় জাহাজটি ডুবে যায়। এতে ১৩ জন নাবিক ছিল। ১২ জন উদ্ধার হয়েছে। একজন নাবিক এখনও নিখোঁজ আছেন ।খাজা বাবা ফরিদপুরী জাহাজটি ১ হাজার ৭০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল।

আর ভাসানচরের কাছাকাছি এলাকায় অপর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে ‘এন ইসলাম’র তলা ফেটে গিয়ে সেটি দুর্ঘটনার কবলে পড়ে । তলা ফেটে জাহাজটি যখন ডুবে যাচ্ছিল, ক্যাপ্টেন জাহাজটিকে চরের কাছাকাছি নিয়ে যায়। সেখানে জাহাজটির বড় অংশ ডুবে গেছে। তবে সব নাবিক নিরাপদে আছেন।

Development by: visionbd24.com