বন্দর নগরী চট্টগ্রামের চাকতাইয়ের আসাদ্গঞ্জ এলাকায় বন্ধ থাকা পূরবী সিনেমা হলে আগুন লেগেছে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় একটি সুতার মিলে অগ্নিকান্ড থেকে এ ঘটনা ঘটে।
সেখানে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট সুতার মিলের ও সিনেমা হলটির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এক প্রত্যক্ষদর্শী জানায়, তুলা কারখানার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের পূরবী সিনেমা হলে আগুন লেগে যায়। আগুনের তীব্রতায় হলের গ্লাস ভেঙে যেতে থাকে। এমনকি সিনেমা হলের সিটও পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ফয়সাল।
বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার ভূঁইয়া দিপু বলেন, পূরবী সিনেমা হল রোজার ঈদে সর্বশেষ চালু ছিল। সিনেমা হলের মালিক একবার গ্রেপ্তার হয়েছিলেন, তারপর থেকে হলটি বন্ধ।
এনপিবি/এস
Development by: visionbd24.com