‘বন্দুকের নলে ক্ষমতার পালাবদলে প্রধানমন্ত্রী বিশ্বাসী না’

শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮ | ৫:২৬ অপরাহ্ণ | 669 বার

‘বন্দুকের নলে ক্ষমতার পালাবদলে প্রধানমন্ত্রী বিশ্বাসী না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ মনে করে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হবে। বন্দুকের নলে পালাবদলে আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না। সেজন্য তিনি জনগণের শক্তিকেই একমাত্র শক্তি মনে করেন।

আজ শুক্রবার বিকালে গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। আসাদুজ্জামান খান বলেন, আজকে আমাদের উদ্দেশ্য এই যে, আমরা আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের মুখোমুখি হচ্ছি। দেশের মানুষ বিশ্বাস করে এবারের নির্বাচনে আবারও শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি বলেন, এরমধ্যেও আমরা দেখেছি নানা ধরনের ষড়যন্ত্র। নির্বাচন বানচাল করার অপচেষ্টা চলছে। দেশের জনগণ সব ষড়যন্ত্র একের পর এক উপলব্ধি করে রুখে দিয়েছে। ষড়যন্ত্র যে-ই করুক না কেন, কোনও লাভ হবে না। দেশের মানুষ আবারও তাদের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।

Development by: visionbd24.com