বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯ | ৪:১৪ অপরাহ্ণ | 668 বার

বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও থাকছে না বিএনপির ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী। এমনকি কেউ প্রার্থী হতে চাইলেও তাকে দল থেকে পদত্যাগ করতে হবে।
গত মঙ্গলবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির বৈঠকে এসব নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের প্রায় সবাই একমত হয়েছেন। তাঁরা বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে নজিরবিহীন ভোট জালিয়াতির পর বর্তমান সরকার ও ইসির অধীন আর কোনো নির্বাচনে অংশ নেওয়া যায় না।
কারণ, সব নির্বাচনের ফলাফলই পূর্বনির্ধারিত এবং ইসির ভূমিকাও একই থাকবে। তাই শুধু শুধু নির্বাচনে গিয়ে এই সরকার ও ইসিকে বৈধতা দেওয়ার কোনো অর্থ হয় না। এই মনোভাবের কথা বিএনপি শিগগিরই ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের আনুষ্ঠানিকভাবে জানাবে।
৩০ ডিসেম্বরের নির্বাচনের পর স্থায়ী কমিটির সদস্যরা দুবার বৈঠকে বসেছেন। দু’বারই দল পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পায়। মঙ্গলবারের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডনে নির্বাসিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও অংশ নেন।

Development by: visionbd24.com