বছরের শুরুতেই জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন রজনীকান্তের নায়িকা বলিউডের আবেদনময়ী অভিনেত্রী এমি জ্যাকসন। বাগদান সারলেন এমি জ্যাকসন ও তার বয়ফ্রেন্ড জর্জ পানাইয়োতুর। চুপিচুপি আংটি বদলের মধ্য দিয়েই এ যুগল ঘটালেন বলিউডের বছরের প্রথম বাগদান। ইনস্টাগ্রামে জর্জ পানাইয়োতুর সঙ্গে নিজের অন্তরঙ্গ ছবি দিয়ে এমি জ্যাকসন লিখেছেন, ‘নতুন জীবন শুরু হলো। তোমাকে ধন্যবাদ এই মুহূর্তে আমাকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষদের একজন করার জন্য।’
ইনস্টাগ্রামে দেওয়া জর্জ পানাইয়োতুর সঙ্গে এমি জ্যাকসনের অন্তরঙ্গ ছবিটি জাম্বিয়ার দক্ষিণাঞ্চলে তোলা। তাই ধারণা করা হচ্ছে, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জাম্বিয়াতে জর্জ পানাইয়োতুর সঙ্গে নিরিবিলিতে সুন্দর সময় কাটাচ্ছেন বলিউডের এই তারকা। জর্জ পানাইয়োতু একজন ব্রিটিশ ধনকুবের। বিলাসবহুল হোটেলের ব্যবসা তাঁর। হিলটন, পার্ক প্লাজা আর ডাবল ট্রি হোটেলের মালিক তিনি। এমি জ্যাকসনের সঙ্গে তার সম্পর্ক অনেক দিনের। তারা একসঙ্গে থাকছেন, বেড়াচ্ছেন, একান্তে সময় কাটাচ্ছেন।
Development by: visionbd24.com