একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ (কচুয়া ও বাগেরহাট সদর উপজেলা) আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তরুণ এই রাজনীতিকের বাচনভঙ্গি ও আন্তরিক উপস্থাপনায় অভিভূত হচ্ছেন সাধারণ ভোটাররা।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচন প্রস্তুতিমূলক সভায় এমপি প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।
তাদের মতে, ভোটযুদ্ধে শেখ সারহান নাসের তন্ময়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। শেখ সারহান নাসের তন্ময় বলেন, তরুণ প্রজম্মের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। সে জন্য আওয়ামী লীগের প্রবীণদের দোয়া ও সহযোগিতা চাই।
Development by: visionbd24.com