ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৪তম আসরে বাংলাদেশি কোম্পানিগুলো প্রায় ২০০ কোটি টাকা রপ্তানি আদেশ পেয়েছে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, এবারের মেলায় রপ্তানি আদেশ বেশি হয়েছে সব মিলিয়ে বিক্রিও অন্যান্যবারের তুলনায় বেশি হয়েছে।
দেশকে এগিয়ে নিতে হলে রপ্তানি বাড়াতে হবে। বর্তমানে রপ্তানির প্রায় ৮৫ শতাংশেই পোশাক খাত থেকে। কিন্তু রপ্তানি বাড়াতে হলে শুধু পোশাকের উপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না, পণ্যের বৈচিত্র্য আনতে হবে জানান তিনি। তিনি বলেন, প্রতিবছরই আমাদের মেলার ক্রেতা ও দর্শণার্থীদের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে পূর্বাচলে স্থায়ী বাণিজ্যমেলা প্রাঙ্গণেও এ ধরনের মেলা আয়োজন করা সম্ভব নয়। একইসঙ্গে আজ থেকে ১০ বছর পরে এখানে এ মেলা করা যাবে কি-না তা নিয়ে এখন থেকেই ভাবতে হবে।
‘গত বছর ২৩তম আসরে ১৬৫ কোটি ৯৬ লাখ টাকার রপ্তানি আদেশ পেয়েছে— আর এ বছর বাংলাদেশি কোম্পানিগুলো প্রায় ২০০ কোটি টাকা রপ্তানি আদেশ পেয়েছে। সে হিসেবে এ বছর এ আদেশ বেড়েছে ৩৫ কোটি টাকা।
Development by: visionbd24.com