বরিশালের বানারীপাড়ায় বাসের চাপায় আবুল কালাম (৫৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মো. মনির হোসেন (৩০) নামে মোটরসাইকেলের চালক। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (১০ মার্চ) দিবাগত ৯টার দিকে বানারীপাড়া উপজেলার ব্রাক্ষ্মণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, স্বরূপকাঠি থেকে বরিশাল যাওয়ার পথে খাজা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ব্রাক্ষ্মণকাঠি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
Development by: visionbd24.com