ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর প্রাণহানি হয়েছে। নিহতরা হলেন- মাইনুদ্দিন (৩৫), সৌরভ (১৬), তাবাসসুম (৮)।
রবিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী স্টারলাইন পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে তিন আরোহী নিহত হয়েছেন।
তিনি আরও জানান, এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
Development by: visionbd24.com