বাস-মাইক্রোবাস সংঘর্ষ, সড়কে ঝরল আট প্রাণ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯ | ১০:০০ পূর্বাহ্ণ | 530 বার

বাস-মাইক্রোবাস সংঘর্ষ, সড়কে ঝরল আট প্রাণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া মাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশু ও নারীসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ২৫ জন আহত হয়েছেন।

এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মহাসড়কের চুনতি ‘জাইল্যার টেক’ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের একটি চেয়ার কোচ চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে চকরিয়াগামী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ আটজন নিহত হন। আহত হন আরো বেশ কয়েকজন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন।

তিনি জানান, লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া মাজার এলাকায় রিলাক্স পরিবহনের একটি বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ আটজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে কক্সবাজারের চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Development by: visionbd24.com