বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য যাদের কারণে বিআরটিএ-এর দুর্নাম হচ্ছে তাদের সংশোধন হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (২৩ জানুয়ারি) সকালে বনানীস্থ বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
এসময় ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতিমুক্ত বিআরটিএ দেখতে চাই। জন হয়রানি বন্ধ করতে হবে। দুর্নামকারীরা সংশোধন না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কোনো প্রকার ছাড় দেয়া হবে না।
বিআরটিএ’কে ডিজিটালাইজড করার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যত ডিজিটালাইজড করা হবে, দুর্নীতি অনিয়মের অভিযোগ তত কমে আসবে।
সংস্থাটিতে সেবা গ্রহীতারা যেন হয়রানির শিকার না হন সেই নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, মানুষ যেন বিআরটিএ’তে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের শিকার না হয়। দুর্নীতিমুক্ত বিআরটিএ দেখতে চাই। জন হয়রানি বন্ধ করতে হবে। নতুন করে যাত্রা শুরু করতে চাই।
Development by: visionbd24.com