বিএনপিকে ভাঙার চক্রান্ত হচ্ছে, দাবি বিএনপি মহাসচিবের

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯ | ৬:৫৭ অপরাহ্ণ | 451 বার

বিএনপিকে ভাঙার চক্রান্ত হচ্ছে, দাবি বিএনপি মহাসচিবের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) বিভক্ত করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজকে বিএনপিকে ঘিরে বহু ষড়যন্ত্র শুরু হয়েছে। চক্রান্ত হচ্ছে বিএনপিকে দুর্বল করার জন্য। চক্রান্ত হচ্ছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেয়ার জন্য।’

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) আরাফাত রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, কোনো দিনই তাদের (সরকার) ষড়যন্ত্র সফল হবে না। যতবার বিপর্যয় এসেছে ততবার বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি বারবার বিপর্যয়ের মুখে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে এবং নতুন জীবন লাভ করেছে।’

Development by: visionbd24.com