বিএনপির নির্বাচনী মিছিল ও প্রচার-প্রচারণায় গণজোয়ার নয়, গণভাটা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, তাদের ভাঙা হাড় আর জোড়া লাগবে না। ১০ বছরে যে নদীতে ঢেউ ওঠেনি সে নদীতে আর ঢেউ উঠবে না।
আজ বুধবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে নৌকায় ভোট চাই শীর্ষক প্রচার সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির নেতারা বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে। এ কারণে তাদের মিটিং-মিছিলে হামলা হচ্ছে, বিএনপি অফিসে তালা লাগছে। বিএনপির বিক্ষুব্ধ কর্মীরাই তাদের অফিস ভাঙচুর করছে এবং নেতাদের গাড়িতে হামলা করছে।’
এ ছাড়াও বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ৩০টি আসন ১০টি আসন বা ৫০টি আসন-কোনোটিই উচ্চারণ করব না। আমরা বিশ্বাস করি দেশের জনগণের ওপর। দেশের প্রতিটি জনগণ আপনাদের এসব কথার জবাব দেবে ৩০ ডিসেম্বর সারা দিন নৌকা প্রতীকে ভোট দিয়ে। নৌকার যে জোয়ার উঠেছে এই জোয়ারে ধানের শীষ ভেসে যাবে।’
Development by: visionbd24.com