বিএনপি-জামায়াতের কর্মীরা দেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো- চেয়ারম্যান এইচ টি ইমাম। রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।
অবিলম্বে বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের গ্রেফতার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘নীল নকশা অনুযায়ী বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। অশুভ জোট ২০০১ সালের মতো সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পথ বেছে নিয়েছে। নির্বাচন কমিশনকে এ ধরনের হামলা ও সহিংসতায় জড়িত বিএনপি-জামায়াত ক্যাডারদের গ্রেফতার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য দাবি জানাচ্ছি।’
Development by: visionbd24.com