আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। আজ শনিবার সকালে নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগের সময় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এসময় তিনি বলেন, ‘বিএনপির সম্বল হলো বিদেশিদের কাছে নালিশ দেওয়া। এখন নির্বাচন কমিশন পেয়েছে। প্রতিদিন নির্বাচন কমিশনে আর কোনো পার্টি না যাক, বিএনপি আছে। নালিশ ছাড়া বিএনপির আর কোনো সম্বল আছে বলে মনে হয় না।’
তিনি আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশের গ্রামকে শহরে উন্নীত করবেন। এটাই নির্বাচনে আমাদের মূল প্রতিশ্রুতি- গ্রাম হবে শহর।
Development by: visionbd24.com