ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির অংশ নিলে নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও শান্তিপূর্ণ হয়েছে। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে মির্জা ফখরুলসহ দলটির অন্য নেতাদের প্রতি আহ্বান জানান। মেঘনা ও গোমতী সেতুর কাজ পর্যায়ক্রমে এপ্রিল ও মে মাসে শেষ করে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন বলেও এসময় আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
Development by: visionbd24.com