বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নাটোর-২ আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শেরে বাংলা নগর থানায় দায়ের একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। দুলুর ব্যক্তিগত সহকারী রনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে জানান তিনি।
এর আগে ফৌজদারি মামলায় দণ্ড থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ২ ডিসেম্বর দুলুর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করলে ৬ ডিসেম্বর তা খারিজ হয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দুলু।
Development by: visionbd24.com