বিএনপি শক্তিশালী দল হিসেবে অবতীর্ন হোক : তথ্যমন্ত্রী

সোমবার, ২৫ মার্চ ২০১৯ | ৩:৪২ অপরাহ্ণ | 271 বার

বিএনপি শক্তিশালী দল হিসেবে অবতীর্ন হোক : তথ্যমন্ত্রী

বিএনপি যেভাবে নির্বাচন বয়কট করছে তাতে দল হিসেবে একদিন হারিয়ে যাবে এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির তেলজলের মতো সম্পর্ক—এ কথা জানিয়ে তথ্যমন্ত্রী জানান, আমরা চাই বিএনপি শক্তিশালী দল হিসেবে অবতীর্ন হোক।

বিএনপির মধ্যে সিদ্ধান্তহীনতার অভাব, নির্বাচনে অংশ না নেয়ার মত সিদ্ধান্ত ধীরে ধীরে জনগণ থেকে বিছিন্ন হচ্ছে—এ কথা উল্লেখ তিনি আরো বলেন, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, বিএনপি গণমুখি দল হিসেবে টিকে থাকতে হবে কিনা। রাতের অন্ধকারে ভোট দেবার প্রমাণ পেলে দলগতভাবে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। ভারতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে বলে জানান তিনি। নির্বাচনন কমিশনার দায়িত্বের বাইরে গিয়ে কথা বলতে পারেন কিনা তা দেখার বিষয় আছে বলে মনে করেন তিনি।

Development by: visionbd24.com