ঠাকুরগাওয়ের বহরমপুরে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষে বিজিবির গুলিতে ৩ জনের মৃত্যুর ঘটনাকে অনাকাঙ্খিত হিসেবে উল্লেখ করে সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম। সোমবার ঠাকুরগাঁও সার্কিট হাউজে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাফিনুল ইসলাম বলেন, বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে আসছে বিজিবি। সীমান্তে বসবাসরত জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের সহযোগিতা নিয়েই বিজিবি সেই দায়িত্ব পালন করে থাকে। গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে অভিযান চালিয়ে কয়েকটি গরু জব্দ করে ট্রাকে তুললে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বিজিবি’র গুলিতে দুই কৃষক ও একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হন, আহত হন অন্তত ২০ জন।
Development by: visionbd24.com