বিভ্রান্তি দূর করতে নূরকেই সিদ্ধান্ত নিতে হবে : লিটন নন্দী

রবিবার, ১৭ মার্চ ২০১৯ | ৬:৫৯ অপরাহ্ণ | 250 বার

বিভ্রান্তি দূর করতে নূরকেই সিদ্ধান্ত নিতে হবে : লিটন নন্দী

গণভবনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো কথা না বলে নিজের অবস্থানকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে নব নির্বাচিত ভিপি নুরুল হক নূর। এ অভিযোগ করেছেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলন তিনি বলেন, বিভ্রান্তি দূর করতে নূরকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তিনি কি করবেন। পরে পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে সোমবার ক্লাস ও পরীক্ষা বর্জন, ভিসির কার্যালয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়।

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর ভিপি পদে ছাত্রলীগের শোভনের চেয়ে ১ হাজার ৯৩৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। নূর পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

Development by: visionbd24.com