বিশ্বে কাছিম ও কচ্ছপ চোরাচালানের প্রধান কেন্দ্র ঢাকা

শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮ | ১০:৪৬ পূর্বাহ্ণ | 587 বার

বিশ্বে কাছিম ও কচ্ছপ চোরাচালানের প্রধান কেন্দ্র ঢাকা

দুই বাংলার দুই প্রধান শহর তথা এশিয়ার দুই ব্যস্ততম নগরী কলকাতা ও ঢাকার মধ্যে লক্ষ-লক্ষ ডলারের কাছিম ও কচ্ছপ পাচারের তথ্য উঠে এল৷ বন্যপ্রাণ নিয়ে গবেষণা করা আন্তর্জাতিক সংস্থা ওয়াইল্ড লাইফ জাস্টিস কমিশন (ডাব্লিউজেসি) রিপোর্টে বলা হয়েছে, কচ্ছপ চোরাচালানের যে ব্যবসা চলছে বিশ্বজুড়ে, তার অন্যতম প্রধান কেন্দ্র হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

কমিশনটি ২০১৬ সালে অপারেশন ড্রাগন নামে এই তদন্ত শুরু করে। বিভিন্ন দেশে গিয়ে ডাব্লিউজেসির ছদ্মবেশি কর্মীরা দুই বছর ধরে এই চোরাচালান নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ অনুসন্ধান চালায়। অনুসন্ধানে বেরিয়ে আসে, মিঠে পানির কাছিম এবং কচ্ছপের সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন এবং হংকং। আর এ চোরাচালানকারীদের পুরো দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে বিশাল নেটওয়ার্ক রয়েছে। সূত্র : বিবিসি বাংলা।

Development by: visionbd24.com