বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছে মেয়েটির পরিবার!

সোমবার, ২৫ মার্চ ২০১৯ | ৩:৪৮ অপরাহ্ণ | 299 বার

বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছে মেয়েটির পরিবার!

বান্দরবান জেলার আলীকদম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালামের সংবর্ধনার একটি ছবি রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ছবিটিতে দেখা যায়, চেয়ারম্যান একজন ম্রো তরুণীকে এমনভাবে ধরেছেন যা অনেকের নিকট দৃষ্টিকটূ হয়েছে। কিন্তু বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছে মেয়েটির পরিবার। চেয়ারম্যান আবুল কালাম এর নির্বাচনী প্রচার চালিয়েছেন মেয়েটি। আবুল কালাম সাহেবের সাথে দীর্ঘদিন তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ও যাতায়াত রয়েছে। সে কারণে এটি তারা মেয়েটিকে দিয়ে চেয়ারম্যান সাহেবকে ফুলের মালা গলায় পরায় এবং এ সময় তাদের পাড়ার অসংখ্য লোক উপস্থিত ছিল।

১চাকমা সার্কেলের রানি য়েন য়েন রায় ফেসবুকে লিখেছেন, ‘একজন জনপ্রতিনিধির সংবর্ধনা গ্রহণের নমুনা! পাড়াবাসীর মৌনতা করুণাদায়ক। একজন উপজেলা চেয়ারম্যানের অসভ্যতা, জনসমক্ষে আদিবাসী নারীর যৌন হয়রানি রুখে দেওয়ার সাহস কেউ দেখাতে পারেনি।’ মেয়েটির ভাই জানান, চেয়ারম্যান সাহেব ঘনিষ্ঠ আত্মীয়ের মতো তার বোনকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন এ বিষয়টিকে তারা অত্যন্ত স্বাভাবিক ভাবে নিয়েছেন। তিনি ও তার বোন, তাদের পরিবার ও সমাজের কেউ এতে কোন অশালীনতা এবং সম্মান হানির বিষয় দেখছেন না। চেয়ারম্যান সাহেব জোর করে বা ইচ্ছার বিরুদ্ধে এই ছবি তুলেছেন বিষয়টি তেমন নয়। তাদের কাছে বিষয়টি অত্যন্ত স্বাভাবিক বলে জানিয়েছেন তার ভাই। তাঁর বোনের ছবি ছড়িয়ে দেওয়ার জন্যও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এদিকে, বিরোধীপক্ষ অসৎ উদ্দেশ্য নিয়ে নির্দোষ এই ছবি ছড়িয়ে কুৎসা রটনা করছে বলে দাবি করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম। উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ছবিতে ওই তরুণীর এমন অভিব্যক্তি ফুটেছে যে তাঁকে বিব্রত ও অসহায় মনে হয়েছে। যেন নিজেকে তিনি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও পারছেন না। তাৎক্ষণিকভাবে ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু সোমবার আরো বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে মেয়েটি স্বাভাবিক, হাসিখুশি অবস্থায় দেখা যায়। চেয়ারম্যানের আচরণে ক্ষোভ প্রকাশ করলেও অনেকে চেয়ারম্যানের সঙ্গে ম্রো তরুণীর ছবি ছড়িয়ে দেওয়াকে তরুণীটির জন্য ‘মর্যাদাহানিকর’ বলে মন্তব্য করেছেন। কেননা ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে তা বলা যেতে পারে কিন্তু মেয়ের ছবিটি ঘোলা করে দেয়া যেত বলে নেটিজেনদের অভিমত।

Development by: visionbd24.com