বীর ছবির শুটিং শুরু ১২ জানুয়ারি

শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯ | ৮:৫৭ অপরাহ্ণ | 551 বার

বীর ছবির শুটিং শুরু ১২ জানুয়ারি

নতুন বছরে প্রথম কাজ এখনও শুরু করা হয়নি ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের। আগামী ১২ জানুয়ারি ‘বীর’ শিরোনামের কাজী হায়াতের ৫০তম ছবির সেটে বছরের প্রথম শুটিং করবেন তিনি। এ ছবির জন্য শাকিবের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে তা নিয়ে চলছিল নানা জল্পনা।

গত বছরের শেষ সপ্তাহে জানানো হয়েছিল চমক আকারে জানানো হবে নায়িকার নাম। অনেকেই ধরে নিয়েছিল যে, হয়তো এবার নিয়মিত কোনো নায়িকা নয়, শাকিবের বিপরীতে নতুন কোনো লাস্যময়ীকে দেখা যাবে ঢালিউড সিনে পর্দায়। তবে সেই চমকের পালে হাওয়া লাগেনি। বুবলীর ওপরই আস্থা রাখছেন শাকিব।

বীর ছবিতে শাকিবের বিপরীতে প্রেম রসায়নে বুবলীকেই দেখবেন দর্শক। এর আগে আটটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন শাকিব-বুবলী। ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল বুবলীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন। তবে বুবলী ছাড়াও ছবিতে থাকছেন নবাগত ছোট পর্দার অভিনেত্রী তামান্না ইসরাত সোহানী।

মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা ছবিটি ঘিরে নানা চমক রেখেছি। নতুন নায়িকা সোহানী বড় পরিসরে এবারই আসছেন। আগামী ১২ জানুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। এর পর ১৭ তারিখে আমরা রাঙ্গামাটি যাব।’ গত বছরের শেষের দিকে মহরতের দিন থেকেই বীর’ ছবি ছিল আলোচনায়।

Development by: visionbd24.com