বুদ্ধিজীবী কবরস্থানে ইমতিয়াজ বুলবুলের দাফন

বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯ | ৯:০৩ অপরাহ্ণ | 678 বার

বুদ্ধিজীবী কবরস্থানে ইমতিয়াজ বুলবুলের দাফন

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন বরেণ্য সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। সঙ্গীতাঙ্গনের পুরোধা ও শিল্পী নির্মাণের কারিগর আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের জনগণ। সকাল ১১ টায় রাষ্ট্রীয় সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য এই কিংবদন্তীর মরদেহ নেয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণে।

তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান। সংস্কৃতি অঙ্গণের শিল্পীরাও শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন শহীদ মিনারে। সোমবার দিবাগত রাতে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান গুণী এই শিল্পী।

আহমেদ ইমতিয়াজ বুলবুল অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও পরিচালক ছিলেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক, রাষ্ট্রপতির পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে হয় জানাজা। এরপর এফডিসিতে দ্বিতীয় দফা জানাযার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই বরেণ্য সুরস্রষ্টা।

Development by: visionbd24.com